তৃতীয় দিনের পরীক্ষায় অনুপস্থিত ৯

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়নগঞ্জ: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে জেলায় ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ৭ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডে ২ জন।

সোমবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় এসব পরীক্ষার্থী অংশ নেয়নি। জেলা প্রশাসনের সহকারী শিক্ষা অফিস কর্মকর্তা হানিফ এ তথ্য জানান।

তিনি বলেন, শারীরিক শিক্ষা,স্বাস্থ্যেবিজ্ঞান ও খেলাধূলা পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ২ জন। অন্যদিকে, দাখিলে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ৭ জন।

আজ মোট পরীক্ষার্থী সংখ্যা হবার কথা ছিল ২ হাজার ৫‘শ ২৮ জন যাতে উপস্থিত হয়েছে ২ হাজার ৫‘শ ১৯ জন।