তোমরা প্রস্তুত থেকো, আসছি খুব শিঘ্রই: শাহ নিজাম

স্যোশাল মিডিয়া ডেস্ক, লাইভ নারায়ণগঞ্জ: ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ নিজাম।

বুধবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেন- ‘অনেক ষড়যন্ত্র হচ্ছে আমি জানি। এও জানি নিশ্চিত কাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এ সময় আমার দেশে থাকাটা খুব জরুরী ছিলো। তোমরা প্রস্তুত থেকো আমি আসছি খুব শিঘ্রই। সকল ষড়যন্ত্র মোকাবিলা করার শক্তি ও সাহস শামীম সেনাদের আছে।যখন প্রথম জয়বাংলার শ্লোগান শিখেছিলাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়েই শ্লোগান দিয়েছিলাম’

এর আগে, ৩১ মার্চ স্ত্রীর চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গমন করেন শাহ নিজাম। স্ত্রীর সাথে ভারতেই আছেন তিনি।