স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘তোলারাম কলেজে ছাত্রবাস প্রয়োজন। কিন্তু আমি চাইলে করে দিতে পারি। তবে আমি করবনা। এটা শিক্ষার্থীদের অর্জন করে নিতে হবে। তোমরা ঘুমিয়ে গেছ। এখনকার শিক্ষার্থীরা প্রতিবাদ করতে জানে না। শিক্ষার্থীরা ফার্মের মুরগির মত হয়ে গেছে। তারা প্রতিবাদ করতে পারেনা।
রোববার (১৭ ফেব্রুয়ারি) সাড়ে ১২ টার সময় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান এসব কথা বলেন। এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠাটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ।
শামীম ওসমান আরো বলেন, যেখানে অন্যায়-অবিচার দেখবে সেখানেই প্রতিবাদ গড়ে তুলবে। শুধু বই পড়লে হবে না, দেশের পড়াও পড়তে হবে। তোমরা কাকে ভয় পাও? পুলিশ প্রশাসন কি করবে? তারা না হয় এক্টু লাঠি পেটা করবে। যদিও এখন প্রশাসন নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালি মনে করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ মো. আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক জীবন কৃষ্ণ মোদক। আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল, জেলা মহিলালীগের সভানেত্রী ও সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ শিরিন বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, সাফায়েত আলম সানী, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান ভূইয়া, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।