লাইভ নারায়ণগঞ্জ: মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ডে প্রভাবশালী বিশেষ রাজনৈতিক পরিবার জড়িত থাকায় এর বিচার হচ্ছে না বলে অভিযোগ করেছেন সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী।
ত্বকী হত্যার ছয় বছর উপলক্ষে বুধবার বিকেলে শহরের জিমখানা এলাকায় শেখ রাসেল নগর পার্ক মুক্তমঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জবাসীকে স্তব্ধ করে দেয়ার জন্যই ত্বকীর মতো একটি শিশুকে হত্যা করার পথ বেছে নিয়েছে প্রভাবশালী বিশেষ রাজনৈতিক পরিবারটি। যার কারনে একের পর এক চঞ্চল, আশিক, বুলু হত্যাকান্ড হলেও এর কোন বিচার হচ্ছে না। সরকার ও প্রধানমন্ত্রীর কাছে তিনি ত্বকীসহ নারায়ণগঞ্জের সব শিশু-কিশোর হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী করেন।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়র হোসেন, তার সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাশ্ট্রবিজ্ঞাণ বিভাগের অধ্যাপক শওকত আরা হোসেন, বিটিভির পরিচালক মো: জাহিদ, চিত্রশিল্পী অশোক কর্মকার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডাভাকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল সহ সুশীল সমাজের নের্তৃবৃন্দ।
আলোচনা সভায় নিহত ত্বকীর বাবা সন্ত্রাসনির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেন, স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে যতগুলো হত্যাকান্ড ঘটেছে সবগুলো ওসমান পরিবারের ইশারায় হয়েছে। তার অভিযোগ, ত্বকী হত্যাকান্ড তেমনই একটি পরিকল্পিতক হত্যাকান্ড, যার সাথে সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
ত্বকী হত্যাকান্ডে ওসমান পরিবারকে সম্পূর্ণভাবে দায়ী করে রফিউর রাব্বি বলেন, এই প্রভাবশালী বিশেষ রাজনৈতিক পরিবার জড়িত থাকার কারনেই ত্বকী হক্যাকান্ডের বিচার কাজ থেমে আছে। দীর্ঘ ছয় বছরেও তদন্তকারী সংস্থা র্যাব মামরলাটির অভিযোগপত্র প্রদান করছে না। তিনি আবলম্বে ত্বকী হত্যা মামলার অবিযোগপত্র দাখিল করে হত্যাকান্ডে ন্যায়বিচার দাবী করেন সরকারের কাছে।
ত্বকী হত্যাকান্ডের বিচারের দাবীতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আজ বুধবার খেকে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা সহ তিনদিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করেছে। চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থী আংশ নেয়। আলোচনা সভা শেষে মেয়র আইভী প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে বুধবার সকালে বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় সিরাজ শাহ্’র আস্তানা সংলগ্ন কবরস্থানে ত্বকীর কবর জিয়ারতে অংশ নেন নারায়াণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী। এসময় রফিউর রাব্বিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নের্তৃবৃন্দ উপস্থি ছিলেন।