# শুধু ওসমান পরিবারেরই নয়, আওয়ামীলীগের সুনাম ক্ষুন্ন: খোকন সাহা
# অসত্য বক্তব্য দিয়ে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা: শাহ্ নিজাম
# তথ্য প্রমান ছাড়া কি করে দোষারপ করে: হেলাল
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ড নিয়ে হঠাৎ করে নারায়ণগঞ্জের শান্ত পরিবেশ অশান্ত হয়ে উঠছে। ত্বকী হত্যা নিয়ে শামীম ওসমানকে একা নয়, পুরো ওসমান পরিবারকে জড়িয়ে মেয়র আইভীর বক্তব্যে নারায়ণগঞ্জে অশান্তির বাতাস শুরু হয়েছে।
রাজনৈতিক মহল মনে করেন আইভীর বক্তব্যে শুধু ওসমান পরিবারই নয়, নারায়ণগঞ্জ আওয়ামীলীগই বিতর্কের মধ্যে পড়েছে।
‘ওসমান পরিবার একটি খুনি পরিবার’ উল্লেখ্য করে গত ৬ মার্চ ত্বকী হত্যার ৬ বছর উপলক্ষে নগরীর শেখ রাসেল পার্কে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপিত ও মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
তার এই বক্তব্যের পর থেকেই আলোচনা- সমালোচনার শুরু হয়। নেতাদের দাবি, মেয়র আইভীর এমন উক্তিতে শুধু ওসমান পরিবারেরই নয়, আওয়ামীলীগেরও সুনাম ক্ষুন্ন হচ্ছে। আর অনেকেই মনে করছেন, সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা থেকেই মেয়রের এমন অসত্য বক্তব। তবে কেউ কেউ আবার বলছেন, মেয়র আইভীর বক্তব সত্যও পারে।
জানা গেছে, ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সকল আন্দোলনে ওসমান পরিবার গুরুত্বপূর্ন অবদান রেখেছে। দেশের সর্ববৃহত্তম দল আওয়ামীলীগ গঠনেও রয়েছে ওসমান পরিবারের বিশেষ অবদান। অথচ, তক্বী হত্যাকান্ডে কোন ব্যক্তির নাম উল্লেখ না করে বার বার ওসমান পরিবারের নাম উচ্চারিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, জনপ্রতিনিধিদের প্রধান লক্ষ্য জনগণের সেবা করা, রাষ্ট্রের উন্নয়ন করা। মেয়রের এ বক্তব্যে সব সময় লক্ষ করা গেছে কোন্দল সৃষ্টি করার কারণ। তার বক্তব্যের জের ধরেই বহুবার নারায়ণগঞ্জে সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। এতে সুনাম ক্ষুন্ন হয়েছে পুলিশ-প্রশাসন থেকে শুরু করে নারায়ণগঞ্জবাসীরও।
বিষয়টি নিয়ে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা বলেন, মেয়র আইভীর এমন বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসা থেকে। তার বক্তব্যে শুধু ওসমান পরিবারেরই নয়, আওয়ামীলীগের সুনাম ক্ষুন্ন হচ্ছে। মামলা চলাকালিন কেউ মন্তব্য করলে তদন্তের কাজে বিঘ্ন ঘটে। তাই আমি বলবো এ ধরণের বক্তব্য না রাখাই ভালো।
মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বলেন, ওসমান পরিবার নারায়ণগঞ্জ এর গর্ব। বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবার। বঙ্গবন্ধুর আত্মজীবনিতে বারবার বলা হয়েছে এ পরিবারের কথা। কেউ কেউ এ ধরনের বক্তব্য দিয়ে শাকদিয়ে মাছ ঢাকার চেস্টা করছে। এ ধরনের উত্তেজিত বক্তব্য দিয়ে নারায়নগঞ্জের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। পাশাপাশি প্রশাসন এর সকল অর্জনকে ব্যর্থ করার অপচেষ্টা করছে। এরা এর আগেও এ ধরনের অসত্য বক্তব্য দিয়ে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয় এরা অন্য কারো পারপাস সার্ভ করার দালালিতে নেমেছে।
মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে এমন কোন আন্দোলন নেই ওসমান পরিবার জড়িত ছিলেন না। ওসমান পরিবারের ইতিহাস আওয়ামীলীগের ইতিহাস। তাই আমি বলবো অবশ্যই এটা আওয়ামীলীগের সুনাম ক্ষুন্ন হচ্ছে। এছাড়া এখনো হত্যার সাথে কারা জড়িত প্রমান হয়নি। সে কি করে এমন বক্তব্য রাখতে পারে। তাকে পারলে নাম বলতে বলেন। তথ্য প্রমান ছাড়া সে কি করে এমন একটি পরিবারকে দোষারপ করে।
তবে বিষয়টি নিয়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, মেয়র যেটা ভালো মনে করেছে সেটা বলেছে। তার কথা হয়ত সত্য হতে পারে। মেয়র আইভী যদি সত্য কথা বলে থাকে তাতে দলের সুনাম ক্ষুন্ন হওয়ার কিছু নেই। এ হত্যার ঘটনায় আদালতে মামলা চলছে। হত্যার সাথে ওসমান পরিবার জড়িত থাকলে বিচার হবে।
অপর দিকে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, আওয়ামীলীগের ইতিহাসের সাথে ওসমান পরিবারের ইতিহাস জড়িয়ে রয়েছে। কিন্তু মেয়র আইভী কেন হত্যাকা- গুলো নিয়ে ওসমান পরিবারকে দোষারপ করছে বলতে পারি না।
মেয়র আইভী যেহেতু দোষারপ করছে তাকেই জিজ্ঞাসা করেন। তবে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ কোন হত্যা, সন্ত্রাসকে সমর্থন করে না।