দীর্ঘ কারাভোগের পর জামিন পেল ছাত্র নেতা রনি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা মডেল থানায় দায়ের করা অস্ত্র মামলায় জমিন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
এব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, মাগরিবের ওয়াক্তে ছাত্রনেতা রনিকে জামিন দেয় হাই-কোর্ট। রনির পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. শাহজাহান।

প্রসঙ্গত, ২০১৮ সনের ১৫ সেপ্টেম্বর রাত থেকেই নিখোঁজ ছিল রনি। তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে দাবি করে রোববার (১৬ সেপ্টেম্বর) পরিবার ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে তার সন্ধান দাবি করেছিলেন। অন্যদিকে ১৭ সেপ্টেম্বর অস্ত্র-গুলিসহ আটক দেখিয়ে অস্ত্র মামলা ৩ দিনের রিমান্ডে নেই ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে ২০ সেপ্টেম্বর আবারো রনির বিরুদ্ধে আরো একটি অস্ত্র মামলা দায়ের করে ফতুল্লা মডেল থানা পুলিশ।