দুই বোনকে গণধর্ষণ: ৫ জনের যাবজ্জীবন, একজন খালাস

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে গণধর্ষণের অপরাধে ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১জনকে বেকসুর খালাস এবং প্রত্যেককে ১ লক্ষ্য টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। যাবজ্জীবন পাওয়া ৫ জন আসামীর মধ্যে ৪ জনই পালাতক।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায়দেন।
যাবজ্জীবন পাওয়া আসামীরা হলেন- সোনারগাঁও থানার মঙ্গলগাঁও এলাকার মো. শাহ আলম, পালাতক মো. খোকন মিয়া (২৫), মো. এমদাদ হোসেন (৩০), মো. ইকবাল হোসেন (২৮), জিয়াউল হক (২৩) ও বেকসুর খালাস পেয়েছে নুরুল ইসলাম (৩২)।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০১১ সালের ২৮ মে বালাপুকুর গ্রামের আ. কাদের এর ২ মেয়ে পাঁচ আলী গাঁও চাঁচা মাহবুব এর বাড়ীতে বেড়াতে যায়। পরবর্তীতে চাঁচা মাহবুবকে নিয়ে চাঁচাতো ফুফু মোসা. শিষ মহল এর বাড়ীতে যায়। সে বাড়ী থেকে সন্ধ্যা সাড়ে ৭ টার সময় মাহবুব এর সাথে পায়ে হেঁটে বাড়ীতে ফেরার পথে রাত ৮ টার সময় আসামীরা তাদের পথ রোদ করে মঙ্গলগাঁও গাছের বাগানের ভিতরে নিয়ে চাঁচা মাহবুবকে গাছের সাথে বেঁধে পালাক্রমে গণধর্ষণ করে। এসময় গণধর্ষণ করার ভিডিও মোবাইল ফোনে ভিডিও রেকড করে নেয় তারা। পরিশেষে সাড়ে ১২ টায় ভিকটিমদের ছাড়ার জন্য ফুফু মনোয়ারা বেগম এর কাছে ১ লক্ষ টাকা মুক্তিপন দাবী করেন।

এবিষয়ে মামলার ব্যাঞ্চ সহকারী মো. হাবিবুর রহমান বলেন, আদালত স্বাক্ষির স্বাক্ষ গ্রহণ শেষে বাদী মোছা. পারুল আক্তার এর অভিযোগ সত্যতা প্রমানিত হওয়ায় আসামীদের যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।