দুর্গন্ধযুক্ত টয়লেটের সাথে রান্নাঘর, ৩ রেস্টুরেন্টকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: দুর্গন্ধযুক্ত টয়লেটের সাথে রান্নাঘর। সেখানেই রান্না করা হচ্ছে অসাস্থ্যকর ও খোলা পরিবেশে; আর এমন অপরাধে নারায়ণগঞ্জের ৩ হোটেলকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৬ ফেব্রুয়ারি) নগরীর পঞ্চবটী এলাকার ক্যাফে মদিনা ও রেস্টুরেন্ট এবং কস্তুরী হোটেল ও রোস্তোরাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মারুফ ও ফারজানা আক্তার।

দুর্গন্ধযুক্ত টয়লেটের সাথে রান্নাঘর, ৩ রেস্টুরেন্টকে জরিমানা

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নগরীর পঞ্চবটী এলাকার ক্যাফে মদিনা ও রেস্টুরেন্ট এবং কস্তুরী হোটেল ও রোস্তোরাতে ভ্রম্যমান আদালত অভিযান পরিচালনা করে অসাস্থ্যকর ও খোলা পরিবেশে রান্না, দুর্গন্ধযুক্ত টয়লেটের সাথে রান্নাঘর এবং কয়েকদিনের বাসি খাবার পরিবেশন করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অনুসারে ২০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

দুর্গন্ধযুক্ত টয়লেটের সাথে রান্নাঘর, ৩ রেস্টুরেন্টকে জরিমানা

 

এছাড়াও নগরীর জামতলার দি গোল্ডেন পার্ক থাই, চাইনিজ এন্ড পার্টি সেন্টারে কয়েকদিনের পোড়াতেলে রান্না এবং বাসি খাবার পরিবেশনার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।