দূর্নীতির অভিযোগে এমপিও বন্ধ হচ্ছে মিছির আলী কলেজের অধ্যক্ষের

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা অভিযোগের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এ প্রেক্ষিতে হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের এমপিও স্থগিত করার উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

গত সোমবার (১৮ মার্চ) শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জের এই কলেজটির অধ্যক্ষর নাম শুশান্ত কুমার দাস।

প্রাথমিকভাবে কলেজটির অধ্যক্ষকে শোকজ নোটিস পাঠিয়ে অতিরিক্ত টাকা আদায় করায় কেন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুযায়ী জড়িতদের এমপিও বন্ধ করা হবে না তা জানতে চাওয়ায় প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটিকে অতিরিক্ত টাকা ফেরত দিতে বলা হবে।

জানা গেছে, কলেজটি এইচএসসির ফরমপূরণে সরকারি নির্ধারিত ফিয়ের অতিরিক্ত টাকা আদায় করেছে। দুর্নীতি দমন কমিশনে এ বিষয়ে অভিযোগ আসে। অভিযোগগুলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়ার ব্যবস্থা করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে দুদক।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, কলেজটিকে অতিরিক্ত টাকা ফেরত দিতে বলা হবে। অতিরিক্ত টাকা আদায়ে জড়িতদের এমপিও কেন বন্ধ করা হবে না সে মর্মে শোকজ করা হবে।