আবজাল হত্যা: রাজু প্রধানকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার, র‌্যাব বলছে ‘শীর্ষ সন্ত্রাসী’

লাইভ নারায়ণগঞ্জ: প্রকাশ্য দিবালোকে রক কেটে আবজাল হোসেন নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত ‘রাজু প্রধান’কে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ‘রাজু প্রধান হত্যাকান্ডের মূলহোতা এবং শীর্ষ কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ২টি হত্যা, ১টি অস্ত্র, ৩টি ডাকাতি, ১০টি মাদক মামলাসহ বিভিন্ন অপরাধের মোট ২৩টি মামলা চলমান রয়েছে।’

নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগে খুনের ঘটনাটিতে বৃহস্পতিবার (২৫ মে) মুন্সিগঞ্জের টংগিবাড়ি থানার আমতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাজু প্রধান ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলা বাজার প্রধান বাড়ির রিয়াজ প্রধানের ছেলে।

চলতি বছরের ৬ এপ্রিল আবজাল প্রধান প্রতিদিনের ন্যয় ব্যবসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে দেওভোগ মাদ্রাসা মার্কেট সংলগ্ন হাসেমবাগ যাওয়ার সময় রাজু প্রধানসহ তার ১৫ থেকে ১৬ জন সহযোগী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এলোপাথাড়ি মারধর করতে থাকে। মারামারির এক পর্যায়ে রাজু প্রধান আবজালকে ধারালো রামদা দিয়ে মাথায় স্ব-জোরে আঘাত করে এবং অন্যান্য সঙ্গীয় ১৫-১৬ জন মিলে এলোপাথারীভাবে কুপিয়ে মারাত্মক আহত ও অঙ্গহানী করে। স্থানীয়রা আবজালকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হসপিটাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (যার মামলা নং-২৪, তারিখ ০৬ এপ্রিল ২০২৩ খ্রিঃ)

র‌্যাব জানান, রাজুকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারী শুরু করে র‌্যাব। অবস্থান শনাক্ত হলে মুন্সিগঞ্জের টংগিবাড়ি থানার আমতলি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রাজু প্রধানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডটির মূল পরিকল্পনাকারী বলে স্বীকার করে।