দেশের অগ্রগতি ধরে রাখতে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: জি এম ফারুক

লাইভ নারায়ণগঞ্জ: আজকে মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী বাঙালী নিরস্ত্র লোকদের উপর ঝাপিয়ে পড়ে। এ ঝাপিয়ে পড়ার মধ্য দিয়ে বাঙালিদের উপর যে অত্যাচার চালানো হয়, তারই প্রতিবাদে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২ টায় চেঞ্জেস স্কুল ক্যাম্পাস প্রাঙ্গনে এক আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জি এম ফারুক এসব কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে অত্র বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভাটি আয়োজন করা হয়।


জি এম ফারুক বলেন, দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার মধ্য দিয়ে এ দেশ স্বাধীন হয়। এদেশের নাম রক্তের বাংলাদেশ। স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি চেঞ্জেস স্কুল পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানাই। বাঙালিরা প্রতিটা ক্ষেত্রে আন্দোলনের মাধ্যমে নিজেদের প্রমান দিয়েছেন। তার মাঝে ৫২‘র ভাষা, ৬২ টিতে শিক্ষা আন্দোলন, ৬৬ টিতে ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, এই ধারাবাহিকতার পথ বেয়ে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে।
তিনি আরো বলেন, এই মুক্তিযুদ্ধাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের সন্তানদের গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার মাধ্যমে শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার এই অগ্রগতি ধরে রাখতে হলে আমাদেরকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, স্কুল পরিচালক মালিক সোহেল সারোয়ার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদিকুর রহমান, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ নাসিমা বেগম। এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।