দেশের যা কিছু অর্জন, সব আওয়ামী লীগের নেতৃত্বে: এড. দিপু

লাইভ নারায়ণগঞ্জ: অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেছেন, আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আজ সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আবার অনেকে জ্বলে পুড়ে ছাড়খার । কিন্তু যতই ষড়যন্ত্র করেন বাংলাদেশ মাথা নোয়াবার নয়।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পার্টি অফিসের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক ষড়যন্ত্র, অনেক অপশক্তির অপকৌশলের পরেও আগামী ২৫ তারিখ পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। আর তা উদ্বোধন করবেন জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই বলি আজকে বাংলাদেশে যা কিছু সুভকর যা কিছু সুন্দর তা সবই সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশের স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনে ছিলো। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার বিরোধী শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি, সেই অপশক্তি ষড়যন্ত্রমূলক ভাবে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল । ‘৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমায় এ দেশের মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এ দেশে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে বঙ্গবন্ধুকে হত্যার বিচারের দাবিতে আন্দোলন ও সংগ্রাম করেছে।

অ্যাডভোকেট দিপু বলেন, ৯৬ থেকে থেকে ২০০১ সাল পর্যন্ত এই সময়টা ছিল বাংলাদেশের উন্নয়নের সমময়। আর এই উন্নয়নের রূপকার হলো জননেত্রী হলো জননেত্রী শেখ হাসিনা।
কিন্তু ২০০১ সালে জামাত- শিবির কারচুপির মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে পরাজিত করেছে। সে সময় আবার বাংলাদেশে নেমে আসে কালো অধ্যায়। দুর্নীতি, অপসংস্কৃতি, জঙ্গিবাদকে রাস্ট্রিয় পৃষ্ট পোষকতায় প্রতিষ্ঠিত হয়।

দিপু বলেন, জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করা হইছিলো। ২০০৪ সালে ২১ আগস্ট বোমা হামলা করা হয়। বাংলাদেশের মানুষের দোয়ায় এ দেশের মানুষে প্রাণের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও আমাদের আইভি রহমান সেখানে শহীদ হয়েছিলো।

তিনি বলেন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ড. সেলিনা হায়াৎ আইভি ,সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলের নেতৃত্বে সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ আওয়মী লীগের জন্মদিন পালন করছে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি , বাংলাদেশ স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করছি। বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সুত্রে গাথা । বাংলাদেশের যা কিছু অর্জন ও যা কিছু গৌরবের বিষয় এই সবই সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ।