দেশে বেকারত্ব কমে এসেছে:ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। ’

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার উৎপাদনমূখি লিতুন ফেব্রিক্স লিমিটেড নামের পোশাক কারখানা পরিদর্শণ করতে এসে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের কারখানাগুলোর মাধ্যমে দেশে বেকারত্ব কমে এসেছে। দেশের মানুষের মাথাপিছু আয় জিডিপি বৃদ্ধি পেয়েছে। শিল্পকারখানাগুলো তাদের তৈরিকৃত পন্য দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বহিঃবিশে^ রপ্তানী করছে।

এসময় উপস্থিত ছিলেন, লিতুন ফেব্রিক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ঢালী, জিএম এফকে ফারুক, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা শাহজাহান কবির, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।