স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জের কৃত সন্তান প্রয়াত শুক্কুর মাহমুদকে স্মরণ করা হয়েছে।
মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ২নং রেল গেইটে দোয়া ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ফতুল্লা থানা আঞ্চলিক শাখা কমিটির সভাপতি মো. রকম উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দর কষাকষি বিষয়ক সম্পাদক, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।
স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সবুজ শিকদার।
স্মরণ সভায় মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ফতুল্লা থানা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক হেলানা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাইনউদ্দিন বাবুল, নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক, বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জুয়েল প্রধান, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সহ সভাপতি মো, লিয়াকত আলী, নারায়ণগঞ্জ দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ইকবাল হোসেন, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি কাজী গোলাম কবীর।
এছাড়াও স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বিভিন্ন শ্রমিক ও কর্মচারী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকবৃন্দ।