স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ধর্ষণ মামলায় জামান নামের এক ব্যাক্তিকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে জেলা জজ আদালত। এ রায়ের সময় আসামী আদালতে হাজির ছিলো না।
সাজাপ্রাপ্ত আসামী হলেন- মুসলিম নগর পশ্চিপাড়া এলাকার অহিদ উল্লাহ’র ছেলে জামান (২০)।
রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা নারী ও শিশু দমন ট্রাইব্যুানালে আদালতে ধর্ষন করা প্রচেষ্টা করেছে প্রমাণিত হওয়ায় জেলা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় প্রদান করেন। মামলার অভিযোগ পত্রের ৬ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করে।
প্রসঙ্গে, ২০০৬ সালে ১২ সেক্টম্বর বাদী নুরুল হকের মেয়ে ভিকটিম নুরুন্নাহার মীমকে তাহার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে আসামী জামান এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।