লাইভ নারায়ণগঞ্জ : দিনমজুরের পঞ্চম শ্রেণির শিশু কন্যাকে বেড়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ সদর
উপজেলার ফতুল্লা থেকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় নিয়ে ধর্ষণ করার অভিযোগ করা হয়। গ্রেপ্তারকৃত নূর ইসলাম গাজী (৩৪) পেশায় একজন কবিরাজ।
৫ জানুয়ারী শনিবার বিকেলে নূর ইসলামকে দাউদকান্দি থেকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতার নূর ইসলাম পটুয়াখালি
জেলা সদরের বোহালগাছিয়া গ্রামের চাঁন মিয়া গাজির ছেলে।
সে ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকার খবিরের বাড়িতে ভাড়া থেকে তাবিজ কবজের কবিরাজী
করতো।
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, নূর ইসলাম গাজী ৩১ ডিসেম্বর বিকেলে একই বাড়ির ভাড়াটিয়া এক দিন মজুরের পঞ্চম শ্রেনীর শিশুকে বাড়ির
আশপাশে বেড়ানোর কথা বলে প্রথমে পটুয়াখালি নিয়ে যায়। পরে সেখান থেকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি ব্রিক ফিল্ডে নিয়ে যায়। সেখানে শ্রমিকদের ঘরে
রেখে শিশুটিকে ধর্ষণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে নূর ইসলামকে গ্রেফতার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।