ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে ধর্ষণকারীর মা আটক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার পাঁচগাঁও এলাকায় এ ধষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতার মা হাসিনা বেগম বাদী হয়ে দুইজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে ধর্ষণের ঘটনায় সহযোগিতা করার অভিযোগে পুলিশ ধর্ষণকারীর মা দেলোয়ারা বেগমকে আটক করেছে।

আটককৃত দেলায়ারা বেগম উপজেলার পাঁচগাও চরপাড়া এলাকার জামিরউদ্দিনের স্ত্রী। তবে ধর্ষণকারীকে পুলিশ এখন পর্যন্ত আটক করতে পারেনি।

তদন্ত কর্মকর্তা আড়াইহাজার থানার এসআই নাজমুল জানান, শুক্রবার রাতে শিশুটিকে একা পেয়ে স্থানীয় বখাটে যুবক শাওন ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ধর্ষিতার মা বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দেন। ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ ধর্ষণকারীর মাকে আটক করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, শিশু ধষণের ঘটনার ব্যাপারে ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রহন করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ধর্ষক পালিয়ে গেছে। ওই ধর্ষণকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।