স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগরীর জামতলা হাজী ব্রাদার্স রোড থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের পরিচয় জানতে চাইছে পুলিশ।
শনিবার (২মার্চ) সকাল ৯ টার সময় জামতলার জামাল হোসেন ও জসিম মিয়ার বাড়িতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাড়িটিতে কর্মরত দারোয়ান ইদ্রিস আলী জানান, আমি ৭ টায় ঝাঁড়ু দেওয়ার সময় লাশটি দেখতে পাই। পরে বাড়ির ম্যানেজার খোকা ভাইকে ডেকে আনি। ম্যনাজার বাড়ির মালিককে জানালে। বাড়ির মালিক জসিম স্যার ফতুল্লা থানার পুলিশকে ফোন দেয়। পুলিশ লাশটি নিয়ে যায়। কে বা কারা লাশটি ফেলে রেখে গেছে তা জানা যায় না।
এবিষয়ে ফতুল্লা থানার এস আই ফজলুল হক বলেন, আমাদের বাড়ির মালিক ফোন করে জানান জামতলায় একটি অজ্ঞাত মহিলার মরদেহ পরে আছে। পরে আমরা লাশটি উদ্ধারকরে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠাই। এসময় তার দেহের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।