স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে । সনাতন ধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন।
বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরস্বতীর পূজা হয়। রবিবার (১০ ফেব্রুয়ারি) সারা দেশসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দুশাস্ত্র অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে ও বীণা হাতে সরস্বতী পৃথিবীতে আসেন।
মহল্লায় মহল্লায় পূজামন্ডপগুলো দেবীর পাদপদ্মে অঞ্জলি দেয় ভক্তরা। এ ছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয় অনেক জায়গায়। রামকৃষ্ণ আখরা, নারায়ণগঞ্জ কলেজ, তোলরাম কলেজ, নারায়ণগঞ্জ হাই স্কুল ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে সরস্বতী পূজা। পূজা প্রসঙ্গে লাইভ নারায়ণগঞ্জকে নিজের অভিব্যাক্তি জানিয়েছেন কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য ও পূজা কমিটির সদস্য।
পূজা প্রসঙ্গে রামকৃষ্ণ আখরার পূজা কমিটির সভাপতি মাধব ঘোষ বলেন, পূজায় নানা ধরণের মানুষ আসলেও ছাত্র-ছাত্রী, বয়স্কদের সংখ্যাই বেশি। আর পূজাটি করা হচ্ছে যগ্য পরহিত দোলন চক্রবতীকে দিয়ে।
নারায়ণগঞ্জ হাই স্কুল এর ম্যানিজিং কমিটির সভাপতি বাবু চন্দন শীল বলেন, শিক্ষার্থীদের জ্ঞানের আলো বিকশিত করার জন্যই এই পূজা। এ পূজার মধ্যে দিয়ে মা সকলকে জ্ঞান দান করে যান।
নারায়ণগঞ্জ হাই স্কুল প্রধান শিক্ষক কমল কান্তি সাহা বলেন, সকাল থেকে ম্কুল প্রাঙ্গনে এ পূজার কাজ শুরু হয়েছে। স্কুলের নিজস্ব শিক্ষক দিয়েই পূজার কাজ সমপূর্ণ করা হয়েছে। সকল ধর্মাঅবলম্বিদের স্বাগতম ও শুভেচ্ছা জানানো হয়েছে পূজায়।