নগরীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। ‘জেলের তালা ভাঙবো, খালেদা জিয়াকে মুক্তি করবো, এই স্লোগানে তারা মিছিল নগরীর বালুর মাঠ হতে প্রেসক্লাবে আসে।

বৃহষ্পতিবার (৪ এপ্রিল) সাড়ে ১০ টায় সামনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সহ সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, এ কে এম আমিরুল ইসলাম ইমন, হারুন-অর-রশিদ মিঠু, যুগ্ন সাধারন সম্পাদক শহিদুর রহমান স্বপন, রফিকুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলামপ্রমুখ।

এর আগে, কেন্দ্রীয় বিএনপি যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। সেই কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের মিছিল বের করেন।