স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগরীর চাষাঢ়ায় লেগুনার ধাক্কায় মরিয়ম নামে এক গৃহবধু আহত হয়েছে। দুর্ঘটনার পর চিকিৎসার জন্য তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার (১২ফেব্রুয়ারি) দুপুর ১ টা বেজে ১৫ মিনিটে ৩০ বছর বয়সী এ গৃহবধু আহত হয়। আহত মরিয়মকে চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জররী বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, লেগুনাটি প্রথমে গৃহবধুর স্বামী এশিয়াটিক ওষুধ কোম্পানীর প্রতিনিধি নাজমুলের মটর সাইকেলের পিছনে থেকে ধাক্কা দেয়। এতে করে মরিয়ম ছিটকে পরে যান। পরে তাকে আবোরো চাপা দেয় শহর থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর চলাচলরত অবৈধ লেগুনা। ঘটনা বেগতিক দেখে পালিয়ে যায় জুয়েলের মালিকানাধীন নারায়ণগঞ্জ ছ ১১-০১৯৪ লেগুনার চালক ।
প্রত্যাক্ষদর্শীরা আরো জানান, লেগুনাটি বেপোরোয়া গতিতে আসছিল। পরে পিছন থেকে মটর সাইকেলে ধাক্কা দিলে ঐ নারী ছিটকে পরলে তার উপর আবারো চাপা দিয়ে পালানোর চেষ্টা করে লেগুনাটি। এরপর লোকজন ঘিরে ধরলে পালিয়ে যায় ড্রাইভার হেলপার ।
জররী বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, আহত মরিয়মকে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তাকে যথেষ্ট চিকিৎসা দিয়ে বাড়ীতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর প্রশাসন তাসলিম হোসেন বলেন, এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নাই। চাষাঢ়ার বিষয়টি তো দেখেন ইন্সপেক্টর শরফুদ্দিন।
এব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর শরফুদ্দিন বলেন, এ ঘটনার আমরা কোন অভিযোগ পাই নি। তবে ফোনের মাধ্যমে এর সংবাদ পেয়েছি। পরে লেগুনার কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি, আহত মহিলা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী গিয়েছেন। সন্ধ্যায় তার পরিবারের সাতে লেগুনার কর্তৃপক্ষ মিমাংসা করবে।
এ ঘটনার ব্যাপারে লেগুন কর্তৃপক্ষের দিদারুল ইসলাম বলেন, চাষাঢ়ার চত্তরে আমাদের লেগুনার সাথে ধাক্কা লেগে একজন আহত হয়েছিলেন। হাসপাতালে তিনি ভর্তির পর ওই লেগুনা চালক ঔষধের টাকা দিয়েছেন। বলতে গেলে আহতের পরিবারের সাথে মিমাংসা হয়েছে।