নগরীতে সিপিবি কমিটির গণঅবস্থান কর্মসূচি পালন

প্রেস বিজ্ঞপ্তি: নগরীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে এক গণঅবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ ) কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টা থেকে কর্মসূচিটি শুরু হয় যা দুপুর ১টায় শেষ হয়।

মঙ্গলবার (৫ মার্চ) প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় আরও জানানো হয়, কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আ. হাই শরীফ।

বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, নারী নেত্রী সাহানারা বেগম,

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী বিকু, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির সহ সাধারণ সম্পাদক মৈত্রী ঘোষ, নারায়ণগঞ্জ ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তপন কুমার রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির সদস্য সজীব শরীফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শুভ বণিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

গণঅবস্থানে নেতৃবৃন্দ বলেন, পুনরায় সরকার গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারা করছে। আগামী ১১ মার্চ গণশুনানীর নামে গ্যাসের মূল্য বৃদ্ধির ষড়যন্ত্র হচ্ছে। এই সরকার ক্ষমতায় আাসর পর গ্যাস, বিদ্যুৎ, গাড়ী ভাড়া, খাজনা টেক্স সহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দফায় দফায় মূল্য বৃদ্ধি করেছে। পানির বিল বাড়ানো হয়েছে কিন্তু নারায়ণগঞ্জ সহ সারা দেশে ওয়াসা দুর্গন্ধযুক্ত দূষিত পানি সরবরাহ করছে। কয়েক দফা গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে কিন্তু গৃহস্থালী কাজে গ্যাস সরবরাহ অপর্যাপ্ত হওয়ার সাধারণ মানুষের ভোগান্তির সীমা নাই। ডায়িংয়ের কেমিক্যাল মিশানো দূষিত বর্জ্য শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা সহ সকল নদনদীর পানি মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। শহরের ঐতিহ্যবাহী জিউস পুকুর এখন পঁচা নর্দমায় পরিণত হয়েছে, সিটি কর্পোরেশন থেকে এর নাই কোন সংস্কার উদ্যোগ। রাস্তায় ময়লা আবর্জনা, যানজট, খুন-ধর্ষণ, ছিনতাই রাহাজানি ও মাদকে জনজীবন আতঙ্কিত ও বিপর্যস্ত।

এই সকল ইস্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জ শহরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments