নগরীতে হঠাৎ জলকামান, অতিরিক্ত পুলিশ মোতায়ন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: হঠাৎ‘ই নগরীতে পুলিশের কড়া নজরদারী শুরু হয়েছে। গুরুত্বপূণ স্থান গুলোতে দুপুরের পর থেকে পুলিশ জলকামান ও সাজোঁয়া যান নিয়ে অবস্থান করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্যও।

বুধবার (৩ এপ্রিল) বিকালে নগরীর বঙ্গবন্ধু সড়ক, নবাব সলিমউল্লাহ সড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দৃশ্য দেখা যায়।

২ নং রেল গেইটে অতিরিক্ত পুলিশ মোতায়ন

হঠাৎ শহরে পুলিশীর এই কড়া নিরাপত্তা ব্যবস্থায় হতবাক নগরবাসী। উৎসুক হয়ে একে অপরের কাছে কারণ জানতে চাইছেন। তবে বিষয়টি নিয়ে এখনো কিছু বলছে না পুলিশ।

এবিষয়ে জানতে ডিআই ৩ শাহাদাৎ হোসেন, ডিআই ১ মমিনুল ইসলাম, সদর থানার ওসি কামরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) ইমরান মেহেদীর কাছে জনাতে চাইলে কোন সদুত্তর পাওয়া যায়নি। তারা প্রত্যেকেই বিষয়টিকে সাভাবিক নিয়ম হিসেবে দেখিয়েছেন।