লাইভ নারায়ণগঞ্জ: নগরীর সাহাপাড়া এলাকা থেকে ২০ লিটার দেশীয় অ্যালকোহলসহ মো. নূর ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি অভিযানিক দল।
বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টায় সাহা পাড়া সংলগ্ন স্কুলঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর সহকারি পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর মডেল থানাধীন সাহা পাড়া সংলগ্ন স্কুলঘাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসামি মো. নারি ইসলামকে (৫০) গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল দেশীয় পদ্ধতিতে তৈরি অ্যালকোহল উদ্ধার করা হয় যার ওজন ২০ লিটার। উল্লেখিত আসামি উক্ত এলাকায় দীর্ঘদিন যাবত দেশীয় তৈরি অ্যালকোহল বিক্রি করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।