নগরীর গলাচিপায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগরীর গলাচিপায় ইজিবাইকের চাপায় নুসরাত আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় গলাচিপায় চেয়ারম্যান বাড়ীর সামনে ঘটে এ ঘটনা।

নিহত নুসরাত আক্তার একই এলাকার সোহেল মোল্লার মেয়ে। নগরীর আদর্শ মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী সে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মা নূর জাহানের সাথে মাদরাসায় যাচ্ছিল নুসরাত। যাত্রপথে পেছন থেকে একটি ইজিবাইক ধাক্কা দেয়। ইজিবাইকের ধাক্কায় নুসরাত ছিটকে পড়ে এবং তার মাথা ফেটে রক্তক্ষরণ হতে শুরু করে। এক পর্যায়ে গুরুতর আহত নুসরাতকে তার মা নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ইজিবাইকের চাপায় শিশুটির মৃত্যু হয়। ঘটনার পরেই ইজিবাইকের চালক কৌশলে পালিয়ে যায়। আমরা ইজিবাইককে আটক করতে পেরেছি। চালকের সন্ধানে পুলিশ কাজ করছে।