স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগরীর মিনাবাজারে এক টুইস্টিং মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারী ) দুপুরে এ ঘটনা ঘটে। মিলের নাম ‘সোনারগাঁ টুইস্টিং মিল’। মিলের মালিকের নাম মো. শফিউদ্দিন।
অগ্নিকান্ডের খবর পেয়ে মন্ডল পাড়া ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রনের জন্য ঘটনাস্থলে পৌছেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, মিলে শ্রমিকদের কাজ করার সময় মিলে অগ্নি কান্ড ঘটে। অগ্নি কান্ডের সূত্রপাত জানা যায় নি। তবে শর্ট সার্কিটের জন্য এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এব্যাপারে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শাওন বলেন, টানবাজারের মিনা বাজারে অগ্নি কান্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রনের জন্য ২ টি ইউনিট কাজ করে যাচ্ছে। কী পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি ।