নম পার্কে ফাল্গুন উৎসব, থাকবে কনসার্ট ও ডিজে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সামনেই আসছে ফাল্গুন আর সেই সঙ্গে ভালোবাসা দিবস। দিন দুটিকে ঘিরে পরিকল্পনার অন্ত নেই অনেকের। অনেকেই আবার ভেবে পাচ্ছে না কিভাবে প্রিয় মানুষের সাথে স্মৃতিময় করবেন দিনগুলো।

যারা ভেবে পাচ্ছিলেন না, তাদের কথা ভেবেই- এবার ফাল্গুন উৎসবের আয়োজন করেছে নাসিম ওসমান মেমোরিয়াল এমিউজমেন্ট পার্ক (নম পার্ক)। এছাড়াও থাকবে ফাল্গুন মেলা, কনসার্ট ও ডিজে।

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে। প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ডিজে, রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত চলবে কনসার্ট। তবে এ জন্য অতিরিক্ত কোন টাকাই গুনতে হবে না দর্শনার্থীদের।