লাইভ নারায়ণগঞ্জ: ‘সভ্যতার ক্রমবিকাশ; ব্যাক্তি, জাতি, ও দেশের উন্নয়ন; এসবকিছুর মূলে রয়েছে শিক্ষা। শিক্ষা ব্যতিত কেহ বা কোন জাতি উন্নতি করতে পারে না। শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই শিক্ষিত সমাজ মানেই একটি উন্নত সমাজ; একটি উন্নত দেশ; একটি উন্নত জাতি। নলেজ আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের দক্ষতা,আন্তরিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ’
মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নলেজ আইডিয়াল স্কুল-এর উদ্যোগে জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব মুহা. সুলতান মাহমুদ উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসহ নলেজ আইডিয়াল স্কুলের ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ২০১৯ সালের নতুন বই বিতরণ করা হয়। পরবর্তীতে জেএসসি ও পিইসি’র কৃতি শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।