নারায়ণগঞ্জে কমিউনিস্ট পার্টির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নারায়ণগঞ্জ জেলা নারী সেলের উদ্যোগে ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে (১৬ মার্চ) শনিবার বিকাল ৪টায় সিপিবি জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা নারী সেলের সম্পাদক কৃষ্ণা ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষী চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এড. মাকসুদা আখতার লাইলি, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, নারী সেলের সদস্য শাহানারা বেগম, প্রীতিকনা দাস নূপুর, শোভা সাহা, রেখা গুন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে নারীদের ভূমিকা ও অবদান ক্রমাগত বাড়ছে। ৫০ লক্ষ গার্মেন্টস শ্রমিকের ৮০% নারী। সমাজে নারীদের এত অবদান থাকার পরও ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল একটা গোষ্ঠী নারীদের অধিকার কেড়ে নেবার চেষ্টা করছে। ধর্মের নামে প্রতিদিন তারা নারীদের বিরুদ্ধে অপপ্রচার করছে। সমাজের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের অধিকার ও অবদানকে অগ্রাহ্য করে সভ্যতার অগ্রগতি কখনই সম্ভব নয়। নারীবিদ্বেষী জামায়াতে ইসলাম ও হেফাজতে ইসলামের মত প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশকে তারা পাকিস্তান ও আফগানিস্তানে পরিনত করবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল নারীমুক্তির চেতনা। শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছাড়া নারী সমাজের প্রকৃত মুক্তি আসবে না।

তাই কমিউনিসস্ট, সমাজতন্ত্রী ও বামপন্থীরাই নারী সমাজের প্রকৃত বন্ধু। সকল প্রকার শোষণ, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে। নারীমুক্তির লক্ষ্যে সমাজ বদলের লড়াইয়ে এগিয়ে আসতে হবে। আজকের যুগে কমিউনিস্টরাই
নারীমুক্তির অগ্রদূত।

নেতৃবৃন্দ আরও বলেন, সম্পদ-সম্পত্তিতে নারীর সম অধিকার নিশ্চিত করতে হবে। সম কাজে সম-মজুরী নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে গণপরিবহনসহ সকল ক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাহাড়ে-সমতলে সর্বত্র নারীর প্রতি সকল
সহিংসতা বন্ধ করতে হবে। ধর্ষণের মামলার বিচার ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে’ করতে হবে। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর বিশেষ বিধান বাতিল করতে হবে।