রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে প্রতিপক্ষের দেয়া আগুনে বসতঘর ও লেপ-তোষকের দোকান পুঁড়ে ছাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মহিলা সদস্য সাজেদা বেগমের বাড়ীতে ঘটে এ ঘটনা।
ক্ষতিগ্রস্থ সাজেদা বেগম জানান, পূর্বশত্রুতার জেরে একই এলাকার সরাফত আলীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল। এরই জেরে সরাফত আলীসহ কফিলউদ্দিনের ছেলে নয়ন ও মেয়ের জামাই শফিকুল ইসলাম বিভিন্ন সময় তাদেরকে আগুনে পুড়ে দেয়ায় হুমকি দিয়ে আসছে। সোমবার রাতের যে কোন সময় প্রতিপক্ষের লোকজন লেপ-তোষকের দোকানে আগুন দিয়ে চলে যায়। একপর্যায়ে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে লেপ-তোষক দোকানের তুলা, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
