স্পোর্টস করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে অনুশীলন করা একই ঘরানার দু’দলের খেলা। কে কাকে হারাবে এটা নিয়ে লড়াই। বড় আর ছোট’র লড়াই। বড়রা হেরে গেছে ছোটদের কাছে। গতকাল সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে নাসিম ওসমান স্মৃতি ১ম বিভাগ ক্রিকেট লীগের খেলায় শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী ১০৩ রানের বিশাল ব্যবধানে হারায় শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাবকে।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এদিনের খেলায় সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে ২৮৭ রানের বড় স্কোর গড়ে। ওপেনার সোহানুর লীগের দ্বিতীয় সেঞ্চুরি করেন। সোহানুরের ১৩৯ রানের ইনিংসে ৪ ছক্কা ও ১৩টি বাউন্ডারি ছিল। লেগ স্পিনার জুবায়ের ৩ ছক্কা আর ৪ বাউন্ডারিতে আউট হন ৭২ রানে। শাকিল করেন ৩১ রান করেন ২ ছক্কা আর ২ বাউন্ডারিতে। হাবিবুর ফিরেছেন ১৪ রানে।
শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাবের শাকিল,রাজ্জাক ও ডাবলূ ২টি করে উইকেট পান। ২৮৮ রানের বিশাল টার্গেট। বিশাল এ রানের চাপ সামলাতে পারেনি তারা। ১৯ রানে তাদের ৪ উইকেট পতনের পর কত দৃুত তাদের ইনিংস শেষ হবে এটাই ছিল দেখার। কিন্তু রাজ্জাক ও শরিফ জুটি বাধেন। ১০১ রানের এ পার্টনারশিপে স্থিতি পায়। শরিফ ৫১ তে ফিরেন। ২ ছক্কা আর ৬ বাউন্ডারি ছিল তার ইনিংসে। রাজ্জাক আউট হন ২৪ রানে। পেসার রনি ১৬,ডাবলু ১৬ এবং অধিনায়ক রুমু ফিরেন ১০ রানে রান আউট হয়ে। শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমীর সুশান্ত ২৯ রানে তুলে নেন ৪ উইকেট। সাইফুল পেয়েছেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী ৫০ ওভারে ২৮৭/৯। সোহানুর-১৩৯,জুবায়ের-৭২,শাকিল-৩১,হাবিবুর-১৪। অতিরিক্ত-১৪। শাকিল-২/৪১, রাজ্জাক-২/৪৪,ডাবলু-২/৫২।
শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ৩১.১ ওভারে ১৮৪/৯। শরিফ-৫১,রাজ্জাক-২৯,রনি-১৬,ডাবলু-১৬,রুমু-১০। অতিরিক্ত-৩২। সুশান্ত-৪/২৯, সাইফুল-৩/৩০।
বৃহস্পতিবারের খেলা: শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব ও ইসদাইর সূর্যোদয় সংঘ।
সকাল- ৯টা।