স্পোর্টস করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আগের দিনে শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাবের কাছে হারার পর ছোট শীতলক্ষ্যার কাছেও হার মেনেছে ইসদাইর সূর্যোদয় সংঘ। বাঁচার লড়াইয়ে বাঁচতে পারলোনা স্টেডিয়াম পাড়ার দলটি। নিজেদের সব ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে তারা। এ ম্যাচ জিতে শিরোপার অপেক্ষায় থাকলো শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী। লীগের শেষ ম্যাচে পাইকপাড়া ক্রিকেট একাডেমী(কেসি এ্যাপারেলস্ ক্রিকেট ক্লাব) ও দুর্ণিবার স্পোর্টিং ক্লাবের খেলা শেষে লীগে কার কি অবস্থান তা জানা যাবে। একদিন বিরতির পর গতকাল সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে নামে শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী ও ইসদাইর সূর্যোদয় সংঘ। খেলা দেখতে আসা দর্শকরা মোটামুটি প্রতিদ্বন্ধিতামূলক খেলা উপভোগ করেছে। শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী ৩৬ রানে জয় পেয়েছে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নাসিম ওসমান স্মৃতি ১ম বিভাগ ক্রিকেট লীগের খেলায় সকালে টস জিতে তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পুরো ৫০ ওভার খেলে তারা ২৫৩ রান তোলে ৬ উইকেট হারিয়ে। ওপেনার সোহানুর এদিনও সেঞ্চুরি করতে পারতেন। ৮৭ রানে বোল্ড হয়ে যান ৫ ছক্কা আর ৭ বাউন্ডারিতে। অধিনায়ক মাহাদী হাসানের সাথে ৩য় উইকেট জুটিতে রান আসে ১২০। ৬ষ্ঠ উইকেট জুটিতে আলী হোসেন ও জাভেদ ৮১ রানের সুবাদে শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী পৌঁছায় ২৫৩ রানে। ইসদাইর সূর্যোদয়ের সজিব ৫৭ রানে পান ২ উইকেট। জবাব দিতে গিয়ে ইসদাইর সূর্যোদয়ের ব্যাটসম্যানেরা শেষ পর্যন্ত লড়াই করেছে। ২১৭ রানে তার থামে। ছোট আল আমিন ২ ছক্কা আর ৫ বাউন্ডারিতে ৪৮ রানে রান আউট হন। সাগর ৬ বাউন্ডারিতে ৪৬ রান করেন। এ জুটি যতক্ষণ ক্রিজে ছিলেন আশার বাতি ততক্ষণ জ¦লেছিল ইসদাইরের। আফসার আউট হয়েছেন ৩ ছক্কা আর ২ বাউন্ডারিতে ৩০ রানে। আল আমিন বড় ১৬,রাজিব ১৪ এবং রবিউল ১১ রান করেন। শীতলক্ষ্যার সালাউদ্দিন সৌরভ ৪৭ রানে ৪টি এবং সাইফুল ৪০ রানে ও সুশান্ত ৪২ রানে ২টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর ঃ শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী ৫০ ওভারে ২৫৩/৬। সোহানুর-৮৭,আলী হোসেন-৪৭*,জাভেদ-৩২*,মাহাদী হাসান-৩৭,শাকিল-১৪,জুবায়ের-১২। অতিরিক্ত-২১। সজিব-২/৫৭
ইসদাইর সূর্যোদয় সংঘ ৪৭.৩ ওভারে ২১৭/১০। আল-আমিন(ছোট)-৪৮,সাগর-৪৬,আফসার-৩০,রাজিব-১৪,রবিউল-১১। অতিরিক্ত-৩০। সালাউদ্দিন সৌরভ-৪/৪৭,সাইফুল-২/৪০,সুশান্ত-২/৪২।
সোমবারের খেলা ঃ পাইকপাড়া ক্রিকেট একাডেমী(কেসি এ্যাপারেলস্ ক্রিকেট ক্লাব) ও দুর্ণিবার স্পোর্টিং ক্লাব।
সকাল- ৯টা।