নাসিম ওসমান স্মৃতি ক্রিকেট লীগ: সবার উপরে কেসি এ্যাপারেলস্ ক্রিকেট ক্লাব

স্পোর্টস করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শিরোপার বড় দাবিদার এখন কেসি এ্যাপারেলস্ ক্রিকেট ক্লাব। নিজেদের শেষ ম্যাচে তারা ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে দুর্ণিবার স্পোর্টিং ক্লাবকে। সোমবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নাসিম ওসমান স্মৃতি ১ম বিভাগ ক্রিকেট লীগের খেলায় সকালে টস জিতে তারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেসি এ্যাপারেলস্ ক্রিকেট ক্লাব । ৪৭.১ ওভারে সব উইকেট খুইয়ে তারা ৩০১ রানের বিশাল স্কোর গড়ে। অধিনায়ক রনি ফয়সালের অল রাউন্ড পারফরমেন্স ছিল এ ম্যাচের মূল ফোকাস। ব্যাট হাতে ৮০(৭ ছক্কা,৬ বাউন্ডারি) রানের পর বোলিং এ ২৪ রানে তুলে নেন ৪ উইকেট। আবু তাওয়ামা সালমান আউট হয়েছেন ৭০ রানে(২ ছক্কা ,৯ বাউন্ডারি)। শফিউল ২৭(৫ বাউন্ডারি),আশিক ২৭(১ ছক্কা,৫ বাউন্ডারি),নাঈম ১৯(৩ ছক্কা),সাইফুল ১৭(১ ছক্কা,২ বাউন্ডারি),জুয়েল ১২(১ ছক্কা)। দুর্ণিবারের কাওসার মাহমুদ ৪৯ রানে ৩টি এবং মোঃ ফয়সাল ৩৫ রানে ২টি উইকেট পান। ৩০২ রানের বিশাল টার্গেট। বিশাল এ রানে চাপা পড়ে দুর্ণিবার। দুর্ণিবারের প্রথম সারির দিকের ব্যাটসম্যানেরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিয়মিত বিরতিতে তাদের উইকেটগুলি পড়ে। এর মধ্যে বোলার আল আমিন ১ ছক্কা ও ২ বাউন্ডারিতে ২৬,রমজান ১ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ২৫,আনিসুর রহমান ১ ছক্কায় ১৪,মনির ২ বাউন্ডারিতে ১৩,কাওসার ও রানা আউট হয়েছেন ১০ রানে। এ ম্যাচ জিতে কেসি এ্যাপারেলস্ ক্রিকেট ক্লাব লীগ শিরোপায় সবার উপরে।
সংক্ষিপ্ত স্কোর ঃ কেসি এ্যাপারেলস্ ক্রিকেট ক্লাব ৪৭.১ ওভারে ৩০১/১০। রনি ফয়সাল-৮০,আবু তাওয়ামা সালমান-৭০,শফিউল-২৭,আশিক-২৭,নাঈম-১৯,সাইফুল-১৭,জুয়েল-১২। অতিরিক্ত-২৩। কাওসার-৩/৪৯,মোঃ ফয়সাল-২/৩৫।
দুর্ণিবার স্পোর্টিং ক্লাব ২৮.৫ ওভারে ১৪৬/১০। আল-আমিন-২৬,রমজান-২৫,আনিসুর রহমান-১৪,মনির-১৩,কাওসার-১০,রানা-১০। অতিরিক্ত-৩৪। রনি ফয়সাল-৪/২৪,জুয়েল-২/১৫,নাঈম-২/৩৫।