স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ছাড়া ইট উৎপাদন করায় মঙ্গলবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন জেলা প্রশাসের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান নূর।
এছাড়াও বন্দর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত একটি টীম উপস্থিত ছিলেন।
বন্ধ করে দেওয়া ইটভাটাটির নাম মেসার্স আল মক্কা ব্রিকস। এটা বন্দরের লক্ষণখোলা ফনকুল এলাকায় অবস্থিত।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ইটভাটাটিতে তাৎক্ষণিকভাবে জরিমানা হিসেবে ৫০ হাজার টাকা আদায় করা হয়। অভিযানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটার আগুন সম্পূর্ন নিভিয়ে কার্যক্রম বন্ধ করা হয়। এক্সাভেটরের সাহায্যে ইটভাটার কিলন সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোজাহীদ।