লাইভ নারায়ণগঞ্জ: বিভাগীয় মামলার শুনানিতে নারায়ণগঞ্জের ১ শিক্ষা কর্মকর্তাকে তলব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই শিক্ষা কর্মকর্তা হলেন আড়াইহাজার উপজেলার শিক্ষা কর্মকর্তা বেগম রাফেজা খাতুন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ কর্মকর্তাকে তলব করে একটি চিঠি পাঠানো হয়েছে।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেগম রাফেজা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র। গত ২৫ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শিক্ষা কর্মকর্তা বেগম রাফেজা খাতুনের বিরুদ্ধে বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
বেগম রাফেজা খাতুনের ব্যক্তিগত শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি (রোববার) বেলা ৩টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কক্ষে অনুষ্ঠিত হবে। ব্যক্তিগত শুনানিতে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।