স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুকরণে ও আইন শৃংখলা পরিবেশ স্বাভাবিক রাখতে এবার সারা নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করছে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ট্রেজারি থেকে প্রশ্ন গ্রহণ থেকে শুরু করে সেট কোড অনুযায়ী প্রশ্নের প্যাকেট খোলা পর্যন্ত হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে।
শনিবার (২ ফেব্রুয়ারী) সকালে গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় এতথ্য জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সার্বক্ষণিক পরীক্ষা কেন্দ্রে অবস্থান করছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারের মিশন অনুযায়ী প্রশ্নপত্র ফাঁস ও নকলমুক্ত পরীক্ষা গ্রহণের নিমিত্ত গ্রহন করা হয়েছে এই ব্যবস্থা।
এ বিষয়ে রাব্বী মিয়া বলেন, মান সন্মত শিক্ষা নিশ্চিত করার একটি হলো সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ। প্রশ্ন ফাঁস রোধ ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সফলভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিয়োজিত করা হয়েছে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা নিবিড়ভাবে তদারকি করবেন আইন শৃংখলা পরিস্থিতসহ সার্বিক পরীক্ষা ব্যবস্থাপনা।
প্রসঙ্গত, এবছর জেলার ২৩৩ প্রতিষ্ঠানের সাড়ে ৩৬ হাজার শিক্ষার্থীর ৪০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।