না.গঞ্জের গাজী বস্ত্র ও পাট মন্ত্রী

লাইভ নারায়ণগঞ্জ: বহুল প্রত্যাশীত মন্ত্রীত্ব পেল নারায়ণগঞ্জ। এ জেলাবাসী আনন্দের বন্যায় ভাসলো নারায়ণগঞ্জ-১ আসনের সাংসদকে নিয়ে। বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এবারের নতুন মন্ত্রী পরিষদে জায়গা করে নিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী হিসেবে।

রোববার (৬ জানুয়ারী) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।

বঙ্গভবনে আগামীকাল সোমবার (৭জানুয়ারী) বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এর আগে রোববার দুপুর থেকে শপথ নেয়ার আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা ফোন করেন সংশ্লিষ্টদের। গণভবন থেকে বেলা দেড়টার দিকে তালিকা নিয়ে সচিবালয়ে ফেরেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

৪৬ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী থাকছেন।

অবশেষে দীর্ঘ দেড় যুগের অবসান ঘটিয়ে এবার নারায়ণগঞ্জ থেকে আওয়ামী লীগের এমপি গোলাম দস্তগীর গাজী মন্ত্রী হলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments