লাইভ নারায়ণগঞ্জ: ২০ ওভারে ১৫৯ রান নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে স্রেফ ২৬ বলে ৫২ রান করেন মারকুটে ওপেনার নারায়ণগঞ্জের জিসান আলম। পাঁচটি ৪ আর চারটি ৬ হাকিয়েছেন তিনি।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বুধবার পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে উঠেছিল টাইগার জিসানের ব্যাটে ঝড়।
সফরকারীদের কাছে ম্যাচটি হারলেও বাংলাদেশের যুবার প্রতিটি সট ছিল চোখে পড়ার মতো।
এর আগে ডিপিএলে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
২০০৪ সালে নারায়ণগঞ্জে জন্ম নেয় জিসান আলম। তাঁর বাবা নারায়ণগঞ্জের কৃতি সন্তান জাহাঙ্গীর আলম আর চাচা জুয়েল হোসেন মনা জাতীয় দলের সাবেক ক্রিকেটার। আরেক চাচা সোহেল হোসেন পাপ্পু প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন।
বাবা-চাচাদের দেখে ছোট বেলা থেকেই ক্রিকেটের হাতেখড়ি হয়েছে জিসান আলমের।
নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে ছোট বেলা থেকেই খেলেছেন এই যুবা।