না.গঞ্জের নবনির্বাচিত ৫ সাংসদের শপথ বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ৩ জানুয়ারি শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ সংসদীয় আসনের বিজয়ীরা সাংসদ।

আজ মঙ্গলবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ৩ জানুয়ারি শপথ নেবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সাংসদ নির্বাচিতরা। শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠন হবে। বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর বিশাল ভোটের ব্যবধানে জয় পান নারায়ণগঞ্জের পাঁচটি আসনের সাবেক সংসদ সদস্যরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments