না.গঞ্জের ৩ উপজেলায় ভোট হবে ৩১ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নারায়ণগঞ্জ জেলার ৩টি উপজেলায় ভোট হবে ৩১ মার্চ। উপজেলা গুলো হলো আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ।

বুধবার দুপুরে নির্বাচন ভবনে চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

এ সময় ইসি সচিব জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ (সোমবার), বাছাইয়ের দিন ৬ মার্চ (বুধবার), আপিল ৭ থেকে ৯ মার্চ, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ (রোববার), প্রতীক বরাদ্দ ১৪ মার্চ এবং ভোট ৩১ মার্চ।