লাইভ নারায়ণগঞ্জ: মিডিয়ার কল্যাণে বৃহস্পতিবার (২৮মার্চ) বনানীর অগ্নিকান্ডের ঘটনার করুন চিত্র দেখে সারাদেশের মানুষ ফেলেছে চোখের জল। তবে নাড়ির টান রক্তের বাধঁন যাদের, তাদের আর্তনাদ চলছে এখনও। মৃত্যুর মিছিলে ১৯ প্রাণের ১৮ নিথর দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জের ৪ জন।
শুক্রবার (২৯মার্চ) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এসময় বনানী থানা পুলিশও উপস্থিতি ছিল। লাশ গুলোর মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জের মো. ফজলে রাব্বী (৩৫) ও আহমেদ জাফর। এছাড়া গাজীপুরের মো. মির্জা আতিকুর রহমান (৩৫), পাবনার আমির হোসেন রাব্বী (২৯) , কুষ্টিয়ার মো. ইখতিয়ার হোসেন (৩২), রাজধানীর খিলখেতের শেখ জারিন তাসমিম বৃষ্টি (২৫), লালমনিরহাটের আনজির আবির (২৪), মিরপুরের মো. মনজুর হাসান (৫০)। আব্দুল্লাহ আল ফারুক, রুমকি আক্তার
স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে, মোট ১৯টি লাশের মধ্যে ১জন শ্রীলংকার নাগরিক। নিরস ডি কে রাজ নামে ওই লাশটি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে রাখা আছে। বাকি সবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনার পর সম্মিলিত সামরিক হাসপাতালে ৫ জন, কুর্মিটোলায় ৭ জন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৭ জনের লাশ আনা হয়। পরবর্তীতে আরও দুই জনের লাশ অপর দুটি হাসপাতাল থেকে ঢামেকে আনা হয়। পরে আনা হয় আরও একজনের লাশ। ঢামেক হাসপাতাল মর্গে থাকা মোট ১০টি লাশের মধ্যে একটির ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের অনুরোধে বাকি ৯ জনের ময়নাতদন্ত হয়নি।
না.গঞ্জের ফজলে রাব্বিসহ মৃত্যুর মিছিলে ১৯ প্রাণ