না.গঞ্জের ৫ প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পাঠদানের অনুমতি দিতে নারায়ণগঞ্জের আরও ৫টি বেসরকারি প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানদের কাছে এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করে হালনাগাদ তথ্যসহ পরিদর্শন প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে।

জানা গেছে, নিম্নমাধ্যমিক পর্যায়ে পাঠদানে অনুমতি দিতে ৩টি প্রতিষ্ঠানের, মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি দিতে ২টি প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিম্ন মাধ্যমিক পর্যায় অনুমতি দিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজ, সোনারগাঁ উপজেলার বাছেদ আলী প্রধান মডেল স্কুল এন্ড কলেজ ও সিদ্ধিরগঞ্জ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল জুনিয়র স্কুলের নাম উঠেছে।

এছাড়া মাধ্যমিক পর্যায় অনুমতি দিতে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল জুনিয়র স্কুল ও সফর আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের নাম উঠেছে।