লাইভ নারায়ণগঞ্জ: অজ্ঞাতপরিচয় লাশ শনাক্ত করতে আর ভোগান্তিতে পড়তে হবে না নারায়ণগঞ্জ পুলিশকে। লাশের আঙুলের ছাপ সংগ্রহ করেই জানা যাবে নাম-পরিচয়। একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ কাজ করতে পারছে।
এরই মধ্যে গত চার দিনে তিনটি লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা গেছে, সফটওয়্যারটি হাতে পাওয়ার পর পিবিআই তিনটি অজ্ঞাত লাশের পরিচয় বের করতে পেরেছে। এর মধ্যে শনিবার সোনারগাঁর কার্পুদী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রথমে অজ্ঞাতপরিচয় থাকলেও পিবিআই সফটওয়্যার ব্যবহার করে তার পরিচয় বের করে। তিনি জেলার সিদ্ধিরগঞ্জের বাসিন্দা আমিনুল ইসলাম কালু। একইভাবে সোমবার ফতুল্লার একটি পুকুর থেকে শিকলে বাঁধা যুবক রাকিব হোসেনের পরিচয় উদ্ধার করা হয়। সে ফেনি জেলার বাসীন্দা। ওই দিন আড়াইহাজারে বস্তাবন্দি লাশের পরিচয় জানা যায়। তার নাম মো. মামুন। তিনি রূপগঞ্জের ভোলাবোর ৭নং ওয়ার্ডের বাসীন্দা।
পিবিআইয়ের পরিদর্শক জহির উদ্দিন বলেন, এ প্রযুক্তি পিবিআইর হাতে আসায় এখন আর কোনো লাশই অজ্ঞাতপরিচয় হিসেবে থাকবে না। পরিচয় শনাক্ত না হওয়ায় অনেক হত্যার রহস্য উদ্ঘাটন করা যায় না। তবে এখন সেই কাজ অনেক সহজ হবে। তিনি জানান, এরই মধ্যে সফটওয়্যারটি ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ পিবিআইর কর্মকর্তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন।