লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে আর্সেনিকোসিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সিভিল সার্জন ডা, এহসানুল হক’র সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মজিব আলম। জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিসিন কনসালটেন্ড ডা, সুকান্ত দাস’র প্রেজেন্টেশন উপস্থাপনায় কর্মশালায় সার্বিক তত্বাবধানে ছিলেন সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল হক।
স্বাস্থ্যশিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করে।