না.গঞ্জে ইংরেজী ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ১০৫, দাখিলে বহিস্কার ১

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এসএসসি ও সমমানের পরীক্ষায় নারায়ণগঞ্জে আজ অনুপস্থিত ছিল ১২৯ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজী ২য় পত্র এবং দাখিলের পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএসসি পরীক্ষায় ২৭ হাজার ৬‘শ ৯১ জন, দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৬‘শ ২৮ পরীক্ষার্থী অংশ নিয়েছে। জেলা প্রশাসনের সহকারী শিক্ষা কর্মকর্তা হানিফ এ তথ্য জানান।

তিনি আরো জানান, আজ এসএসসি পরীক্ষায় ১০৫ জন, দাখিলে ১৩ জন ও কারিগরি পরীক্ষায় ১১ জন অনুপস্থিত ছিল। পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছিল ৩১ হাজার ৪‘শ ৯৫ জন পরীক্ষার্থী। মোট অনুপস্থিতির সংখ্যা ১২৯ জন। এছাড়াও দাখিলের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আগামী ৯ ফেব্রুয়ারি (শনিবার) এসএসসি পরীক্ষার্থীদের গণিত এবং দাখিলের পরীক্ষার্থীদের ইংরেজী ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।