না.গঞ্জে উদ্বোধন হলো ‘ভূমি সপ্তাহ ২০২৩’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের আয়োজনে ভূমি সপ্তাহ ২০২৩ পালন করা হয়েছে। সোমবার (২২ মে) সকাল ৯টায় সহকারী কমিশনার ভূমি সদর প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়েছে।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাত ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজ।

অনুষ্ঠানে বেলুন উত্তোলন করে ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে পরিবেশ রক্ষায় সহকারী কমিশনার ভূমি সদর প্রাঙ্গণে গাছ রোপন করেন ডিসি মঞ্জুরুল হাফিজ।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে একটি কমন ধারণা আছে, সেটা হচ্ছে জমির কাজ মানে কঠিন কাজ। দেখবেন বিভিন্ন পাড়া মহল্লায় এই সুযোগে শিক্ষিত, আধা শিক্ষিত ও অশিক্ষিত কিছু মানুষ ভূমি অফিস গুলাতে ঘুরে তারা এসব কাজ শিখে ফেলে। আপনার কাজ যদি আপনি নিজে করে তাহলে আর কোন সমস্যাই হবে না। কারণ বিভিন্ন সময় আমি আপনার কাজ করে দিবো বলে প্রতারণা করে। তাই আমি যোগদান করার পর বলেছি, যার কাজ সেই করবে অন্য কেউ বলবে না। যদি কেউ আমাদের অফিসে এসে ভোগান্তির শিকার হন তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করবো। যার কাজ সে না করলে ঢুকতেই দিবো না অফিসে। যারা বয়স্ক তাদের জন্য আমরা রেম্প বানাচ্ছি। তারা যাতে হুইল চেয়ারে বসে উঠতে পারে। আমাদের কাছে এসে অভিযোগ করেন আমার যদি ভরাট করে নিয়ে গেছে। তাহলে এতো দিন কি করেছেন আপনারা। যখন ভরাট করলো তখন কোথায় ছিলেন। এখন ভরাট করার পর আপনি দেখতে আসছেন ডিসি সাহেবের কতটুকু ক্ষমতা আছে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ. এম. সালাউদ্দীন মনজু’সহ সহকারী কমিশনার ভূমি কার্যলয়ের উর্ধতন কর্মকর্তাগণ।