স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: পদ্মা সেতুতে রেল সংযোগের জন্য নারায়ণগঞ্জে ১৫ দশমিক ৮৭৪১ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতোমধ্যেই অধিকাংশ জমি নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অংশের জন্য সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন থেকে জানা গেছে, এ জমিতে কোনো উপাসনালয়, কবরস্থান ও শিক্ষাপ্রতিষ্ঠান নেই। প্রস্তাবিত ভূমিতে শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া জমির মধ্যে নাল, পুকুর, ইট ভাটা, ভিটা, বাড়ি, দোকান, ডোবা ও রাস্তা রয়েছে।
একজন কর্মকর্তা জানান, পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে।
প্রকল্পে ব্যয় হবে ৩২ হাজার কোটি টাকা। অধিগ্রহণের ফলে আট শতাধিক ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তবে কোনো জনরোষ সৃষ্টি হবে না।
এছাড়া পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা জেলায় ৭০ দশমিক ৯৪৩৬ একর জমি অধিগ্রহণ করা হবে।