লাইভ নারায়ণগঞ্জ: নবজাতকের সমন্বিত সেবা প্যাকেজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সোমবার (১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক মো. বশিরউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ( এমসিএইচ সার্ভিসেস) ডা, মোহাম্মদ শরীফ।
আড়াই হাজার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন নেছা বেগমের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা প্রধান সহকারি পরিচালক (সিসি) প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলা ডাঃ সেলিমা বেগম, ডা. ফাতেমা শিরিন, ডা. শিরিন সুলতানা ও ডা. আঃ রব প্রমূখ।
চারদিনব্যাপী কর্মশালায় জেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিগণ অংশগ্রণ করেন।