না.গঞ্জে প্রাথমিকে বৃত্তিপেল ১২ ‘শ ৯৪ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: প্রাথমিক সমাপনীর বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এবার নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২৯৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মাঝে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ৬১৩জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৬৮১ জন শিক্ষার্থী।

রোববার (২৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস তালিকা প্রকাশ করেন।

প্রাথমিকের জেলা শিক্ষা অফিসের সহকারি কর্মকর্তা মজিব আলম জানান, এবার ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ২২৫ টাকা করে দেয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর এ টাকা দেয়া হবে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে ৬১৩জন শিক্ষার্থী ৩০০ টাকা এবং ৬৮১ জন শিক্ষার্থী ২২৫ টাকা করে পাবে।