না.গঞ্জে বিশেষ অভিযান চলছে, গ্রেপ্তার ৩৯

 

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সারাজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগের ৫ মার্চ ৯ ঘন্টার অভিযানে ৫৬ জনকে আটক করেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে জেলা পুলিশ থেকে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় জানা যায়, গত ১০ মার্চ রাত ৮টা থেকে ১১ মার্চ ভোর ৫টা পর্যন্ত জেলার সকল থানায় অভিযান পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ১৪ টি টিম কাজ করে। এসময় ৩৯ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১২ জন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৮২৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।